পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৪ ] প্রভুর সন্তোষপাত্র সুশীলেরা হয়, কুতত্ত্বকারিকে দোষী করেন নিশ্চয়। কোন লোক দৃষ্টতাতে সুস্থির না হয়, কিন্তু ধাৰ্ম্মিকের মূল দৃঢ় সদা রয়। গুণবতী নারী সেই অতি অনুপম, সে নারী স্বামীর হয় মুকুটের সম। কিন্তু লজ্জা দাত্রী নারী হয়েন যাহারা, স্বামীর অস্থির ক্লেদ সদৃশ তাহার। ধাৰ্ম্মিকদের সংকল্প সত্যে হয় ভুক্ত, দুষ্টদের পরামর্শ প্রবঞ্চনাযুক্ত। বধ করিবার জন্যে যত দৃষ্টচয়, লুক্কায়িত থাকনের কথা সবে কর । কিন্তু সরল আচারী, দেখ, প্রতি জনে, সে সকলে রক্ষা পায় রসনার গুণে । ছক্টের হুইব নষ্ট ছিন্ন ভিন্ন হয়, ধাৰ্ম্মিকগণের বাটী স্থির ভাবে রয়। মনুষ্য নিজ কুশলে হয় প্রশংসিত, কুটিলান্তঃকরণের হয় তুচ্ছাকৃত । সামান্য লোকের দাম্য কৰ্ম্মে আছে যেই, খাদ্য হীন শ্লাঘাকারী হৈতে শ্রেষ্ঠ সেই । ধাৰ্ম্মিকে নিজ পশুর প্রাণের বিষয়ে, সতত করেন চিন্ত অপেন হৃদয়ে। কিন্তু দুষ্ট সমুহের দয়া আছে যাহা,