পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > >く >○ S8 >S) > * >bア ున ২০ [ ৩৫ ] সে দয়া ত দয়া নহে নির্দয়ত তাহা । আপন ভূমির চাস করে যেই জন, যথেষ্ট আহার দ্রব্য পায় সেই জন । কিন্তু নিরর্থক কৰ্ম্মে ব্যস্ত যেই হয়, সে জন নিৰ্ব্বেধ আতি, জানিবে নিশ্চয় । ভূৰ্জ্জনের লাভে পাপী বাঞ্ছয়ে অন্তরে, ধাৰ্ম্মিকের মূলে কিন্তু ফলোৎপন্ন করে। নিজ ওষ্ঠ দোষে ধরা পড়য়ে জর্জন, কিন্তু দুঃখে ত্ৰাণ পান ধৰ্ম্মপরায়ণ । মঙ্গল মুখের গুণে নর তৃপ্ত হয়, হস্তকৃত দানে ফল তাহারে বর্তয়। অজ্ঞানের পথ ভাল তাহার দৃষ্টিতে, সেই জ্ঞানবা যুক্তি শুনে যে কৰ্ণেতে। অজ্ঞানের ক্রোধ শীঘ্ৰ ব্যক্ত হৈয়া পড়ে, বিজ্ঞলোক অপমান আচ্ছাদন করে। সত্যবাদীজন করে ধৰ্ম্মের বিকাশ, মিথ্যাবাদী প্রবঞ্চন করয়ে প্রকাশ । অস্ত্ৰাঘাত সম বাক্য বাচালের হয়, জ্ঞানীর রসনা হয় যেন অনাময়। সত্যবাদী ওষ্ঠ স্থায়ী হয় সদাতন, মিথ্যাবাদী জিহৰ স্থায়ী হয় অপেক্ষণ । কুচিন্তাকারীর মনে থাকে প্রতারণ, তাদের আনন্দ যার দেয় সুমন্ত্ৰণ ৷