পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>a > X >:R [ ৩৭ ] সেই জন রক্ষা করে আপনার প্রাণ । কিন্তু যেই ওষ্ঠাধর করয়ে ব্যাদান, সে জনার অবশ্যই নাশ হয় প্রাণ। অলস করিয়া বাঞ্ছা পায় না কিঞ্চিৎ, কৰ্ম্মশীল হৃষ্ট পুষ্ট হয় যথোচিত। ধৰ্ম্মিক করেন ঘৃণা অসত্য কথায়, দুষ্টলোক অপমান লজ্জাও জন্মায়। সৎপথগামীকে ধৰ্ম্ম করয়ে রক্ষণ, দুষ্টতা দ্বারাতে নষ্ট হয় পাপীগণ। কেহ কেহ হইয়াও অতি অকিঞ্চন, আপনাকে দেখায় সে ধনির মতন । আর কেহ নানা ধনে হৈয়ে অলঙ্কত। আপনারে দেখায় সে দরিদ্রের মত । মানি প্রাণ রক্ষা হয় ধনের দ্বারায়, দরিদ্র তৰ্জ্জন কিন্তু শুনিতে না পায় । ধাৰ্ম্মিকের দীপ্তি হয় সদা দীপ্তিমান, কিন্তু দুষ্টদের হয় প্রদীপ নিৰ্ব্বাণ । গৰ্ব্ব হইতে কেবল জন্মায় বিরোধ, যুক্তি গ্রাহ্যকারীদের আছে প্রজ্ঞা বোধ। আশুলব্ধ ধন যাহা, তাহ পায় ক্ষয়, তার ধন বাড়ে যার ক্রমশঃ সঞ্চয়। হইতে আশার সিদ্ধি দেরি যদি হয়, মন পীড়া সম হয় ব্যথিত হৃদয়। . 8