পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ さい○ ર૪ ২৫ [ ৩৯ ] ধাৰ্ম্মিকদিগকে দত্ত হইবে কল্যান। সাধুলোক পুত্রপৌত্রবর্গে আপনার দিয়া যায় আপনার যত অধিকার। কিন্তু পাপী যেই ধন করয়ে সঞ্চয়, সে সকল ধাৰ্ম্মিকের নিমিত্তই হয়। বহু শস্য দরিদ্রের জন্মায় চাসেতে, কাৰু সৰ্ব্বনাশ হয় ন্যায় অভাবেতে । সেই জন অনিচ্ছক হয় দণ্ড দিতে, যেইজন ঘৃণা করে আপনার সুতে । ধাৰ্ম্মিকে তৃপ্তি পর্য্যন্ত করেন ভোজন, দুষ্টদের পেট শূন্য থাকে অনশন। ১৪ অধ্যায়। গুণবতী নারী নিজ গৃহ দৃঢ় করে, অজ্ঞান নিজের হস্তে তাহা ভাঙ্গি পাড়ে। আপন সারল্যে যেই করেন গমন, পরম ঈশ্বরে করে ভয় সেই জন । কিন্তু বক্র পথগামী হয়েন মাহারা, পরম ঈশ্বরে তুচ্ছ করেন র্তাহারা । মুখের মুখে গর্বের দণ্ড থাকে স্পষ্ট, তাহাদিগে রক্ষা করে জ্ঞানীদের ওষ্ঠ । গোরু না থাকিলে স্বচ্ছ থাকে খাদ্য পাত্র, ধনের বাহুল্য জন্মে গোবলেতে মাত্র।