পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > >ミ > ○ X 8 >○ [ 8० ] বিশ্বাসী সাক্ষীতে মিথ্যা কহে ন নিশ্চয়, কিন্তু প্রবঞ্চক সাক্ষী মিথ্যা কথা কয়। নিন্দক করিলে চেষ্টা নাহি পায় জ্ঞান, কিন্তু সহজেতে জ্ঞান পায় বুদ্ধিমান। অজ্ঞের সম্মুখ হৈতে করহ প্রস্থান, । তারে ছাড়ি যাও যার ওষ্ঠে নাই জ্ঞান । স তর্কেতে প্রজ্ঞা পথ করে বিবেচন, মুখদের অজ্ঞানত করা প্রবঞ্চন । পাপে করে উপহাস অজ্ঞান যে কেহু, ধাৰ্ম্মিকগণের মধ্যে আছে অনুগ্রহ । মন বুঝে আপনার তিক্ততা অন্তরে, তাহার সুখের ভাগী হয় না অপরে। দুষ্টদের বাট হয় বিনষ্ট ত্বরায়, সরলগণের কিন্তু তাম্বু, শোভা পায়। কোন পথ নর দৃশ্যে ভাল বোধ হয়, তাহার শেষেতে কিন্তু মৃত্যুপথ রয়। হাস্য কালে কতু হ. মনোত্নঃখোদয়, কতু আনন্দের শেষে বিষন্নত হয়। বিপথে গমন করে মনে মনে যেই, নিজ আচরণ ফলে পূর্ণ হয় সেই । কিন্তু সাধুলোকদের সরল হৃদয়, । আপন হইতে সবে সদাতৃপ্ত হয়। মুটেরা সৰ্ব্ব কথায় করয়ে প্রত্যয়,