পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-J) > R >bア )ను ২০ R2 ২২ ミいう ર8 ২৫ [ 8: J পাদ বিক্ষেপের যুক্তি সতর্কী করয়। মন্দ হৈতে ফিরে জ্ঞানী মনে করি ভয, অজ্ঞান যে ক্রোধী আর দুঃসাহসী হয়। অজ্ঞানের কৰ্ম্ম করে হঠাৎ ক্রোধী মাত্র, কুপরামর্শীরা হয় ঘূণাকর পাত্র। জ্ঞানাভাব অধিকার পায় অবিজ্ঞেতে, বিজ্ঞ হয় বিভূষিত জ্ঞান মুকুটেতে । সুজনগণের কাছে হৃষ্ট নত রয়, ধাৰ্ম্মিকগণের দ্বারে পাপী নম্র হয়। দরিদ্র অপ্রিয় হয় বন্ধুর নিকটে, ধনীর অনেক বন্ধু কিন্তু আসি জুটে । যে করে মিত্রকে তুচ্ছ পাপ সে করয়, দরিদ্রে যে দয়া করে, শুভ তার হয় । কুসঙ্কপ মনে মনে করয়ে যাহারা, ভ্ৰমে ভ্রান্ত সৰ্ব্বক্ষণ নহে কি তাহারা ? যাহারা সংকটপ করে সতত সততা, সে সবারে দয়। আর ঘটয়ে সত্যতা। যাবতীয় পরিশ্রমে হয় সংস্থান, বাচ'ল যে জন তার হয় অকুলান। জ্ঞানবানদের হয় মুকুট সম্বল, মুখদের অধিকার অজ্ঞতা কেবল । সত্যবাদী সাক্ষী করে প্রাণের রক্ষণ, মিথ্যাবাদী সাক্ষী কিন্তু করয়ে বঞ্চন ।