পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ [ s > || লজ্জাদায়ী দাস র্তার ক্রোধপাত্র হয়। ১৫ অধ্যায় । কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কঠিন বাক্যেতে ক্রোধ জন্মায় অন্তরে । জ্ঞানী জিহৰা প্রকাশয়ে জ্ঞানের শ্রেষ্ঠতা, অজ্ঞানে উদগরি করে মুখে অজ্ঞানত । পরমেশ্বরের চক্ষু সৰ্ব্বত্রে থাকিয়, অধম উত্তমদিগে থাকেন দেখিয়া । সুধাবৃক্ষসম হয় রসন মিলক, বিচ্ছিন্ন রসন হয় শান্তি বিনাশক । নিজ পিতৃ উপদেশ তুচ্ছ করে মুখ, যেজন ভৎ সনা মানে, সেইত সতর্ক। ধাৰ্ম্মিকের গৃহে থাকে নানাবিধ ধন, ছষ্টের সম্পত্তি হয় ব্যাকুল কারণ। জ্ঞানীর ওষ্ঠেতে জ্ঞান প্রকাশ করয়, কিন্তু অজ্ঞানের মন সচঞ্চল হয়। দুষ্টদের বলিদান প্রভুর ঘৃণিত, সরলের প্রার্থনাতে হন হর্ষান্বিত । ঈশ্বর ছষ্টের পথ সৃণ যে করয়, ধৰ্ম্মের অনুগামীর প্রতি প্রেম হয়। সৎপথ ত্যাগীর দুঃখ শাস্তিও ঘটিবে, ভৎ সনা যে ঘৃণা করে, সে জন মরিবে ।