পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DD >○ X8 > V) > ዓ > ケ >) ২০ R> २२ [ 88 নরক ও পরলোক যে প্রভু দেখয়, নর বংশমন তার গোচর কি নয় ? নিন্দক তিরস্কারীকে নাহি করে স্নেহ, গতায়াত করে নাকে জ্ঞানীদের সহ । আনন্দিত মন মুখ প্রফুল্ল করয়, মনের দুঃখেতে আত্ম বিষাদিত হয়। পণ্ডিতের মন জ্ঞান অন্বেষণ করে, অজ্ঞানের মুখ জ্ঞানহীন ক্ষেত্রে চরে। দুঃখীর সকল দিন দুঃখেতেই যায়, হৃষ্টচিত্ত নিত্য ভোজ হয় যে তাঁহায় । চিন্তাসহ বহু ধন সেও কিছু নয়, বরং প্রভুভক্তিসহ অলপ ভাল হয়। দ্বেষ ভাবে পুষ্ট গোরু ভোজনে কি ফল, বরঞ্চ প্রণয়ে শাক ভোজনে মঙ্গল । ক্রোধী লোকে বিবাদ সে জন্মায় অন্তরে , কিন্তু ক্রোধে ধীর লোক বৈর শান্তি করে। কণ্টকের বেড়া সম অলসের পথ, ধাৰ্ম্মিকের পথ হয় রাজপথ মত। জ্ঞানী পুত্র পিতার সে আনন্দ জন্মায়, অজ্ঞান পুত্ৰ মাতাকে তুচ্ছ যে করায় । নিৰ্ব্বোধ আনন্দ করে মুখতা যাহাতে, কিন্তু বুদ্ধিমান লোক চলে সোজা পথে। মন্ত্রণা অভাবে হয় কপিন বিফল,