পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ર 8 ર (t ২৩ ২৭ २ध्र રજ ులిది ○> [ 8લ ] অনেক মন্ত্রীতে হয় সম্পন্ন সকল । মনুষ্য নিজ উত্তরে আনন্দ করয়, কেমন উচিত কালে বাক্য ভাল হয়। অধস্থ পাতাল হৈতে রক্ষণ করিতে, জ্ঞানীকে জীবন পথে লয়েন উৰ্দ্ধেতে । গর্বিতগণের গৃহ বিনাশ করেন, বিধবার সীমা স্থির প্রভুই রাখেন। ছষ্টের কল্পনা হয় প্রভুর ঘৃণিত, কিন্তু মনোহর কথা হয় শুচীকৃত। লোভী লোক কষ্ট দেয় নিজ পরিবারে, সে জীবিত থাকে যেই যুষ ঘৃণা করে। উত্তর করিতে চিন্তে ধাৰ্ম্মিকের মন, নির্গত দুষ্টের মুখে হয় কুবচন । প্রভু তুষ্টদের হৈতে থাকেন দুরেতে, প্রার্থনা ধাৰ্ম্মিকদের শুনেন কৰ্ণেতে । মনকে চক্ষুর দীপ্তি হর্ষিত করয়, সুসমাচার দ্বারায় অস্থি পুষ্ট হয়। জীবন দায়ী ভৎসনা শুনে কৰ্ণে যেই, জ্ঞানীগণদের মধ্যে থাকে সদা সেই । যে জন শাস্তিতে দেখ অসম্মত হয়, সেই আপদ র প্রাণ তাচ্ছল্য করয়। কিন্তু যেই জন কান শুনে তিরস্কার সেই ব্যক্তি জ্ঞান পায় হৃদে আপনার ।