পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8७ ] ৩৩ প্রভু বিষয়ক ভয় জ্ঞানের শিক্ষক, নম্রতার অগ্রগামী উন্নতি দায়ক। ১৬ অধ্যায় । ১ মনুষ্য সংকল্প করে আপন মনেতে, ' জিহার উত্তর হয় ঈশ্বর হইতে । ২ মনুষ্যগণের দেখ পথ সমুদয়, নিজ নিজ দৃষ্টে তাহা পরিষ্কৃত হয়। কিন্তু যে পরমেশ্বর জগৎপালক, সবার আত্মার তিনি হন পরীক্ষক । ৩ নিজ কার্য্য ঈশ্বরেতে কর সমর্পণ, তাহে তব সিদ্ধ হবে যা কিছু মনন । ৪ প্রভু নিজ অভিপ্রায় সাধন কারণ, করেছেন সকলই আপনি স্বজন । বিশেষ ৰূপেতে দেখ যত দুষ্টগণে, করিতে দুর্দশাগ্রস্ত দুর্দশার দিনে। ৫ মনে অহঙ্কারী বর্গে ঈশ্বরের ঘৃণা, সে সকলে কোন ক্রমে দণ্ড এড়াবে না। ৬ দয়া গুণ আর পুন সত্যত হইতে, পাপের মোচন হয় দেখহ ইহাতে। অপর পরমেশ্বর বিষয়ক ভয়, লোকের কুক্ৰিয়া তাহে ত্যাগ যে করয়। ৭ কোন মানুষের গতি যে ভাবেতে রয়,