পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > >ー >○ 28 >(t ○○ [ 8१ ] তাহা যদি ঈশ্বরের তুষ্টিকর হয়। তাহার শক্রগণেও তাহার সংহতি, মিলন করান তিনি ঘটান সম্প্রীতি। অন্যায় বিশিষ্ট বহু ধনে কিবা ফল, ধৰ্ম্ম যুক্ত অলপ ধন সে হয় মঙ্গল। নিজ পথে চিন্ত করে মনুষ্যের মন, করেন ঈশ্বর তার গতি নিৰূপণ । মন্ত্র যুক্তি থাকে সদা রাজার ওষ্ঠেতে, বিচার না হয় ভ্রান্তি তাহার মুখেতে। সত্য ঢক আর নিক্তি ঈশ্বরের কৃত, থলেতে মাপ প্রস্তর তাহার নিনীত । পাপ কৰ্ম্ম রাজাদের ঘৃণাকর রয়, যেহেতু সিংহাসন ধৰ্ম্মে স্থির রয়। ধৰ্ম্ম যুক্ত ওষ্ঠে হয় হৃষ্ট রাজগণ, ন্যায় বাদী তাহীদের প্রেমের ভাজন। মৃত্যুর দূত স্বৰূপ রাজার যে ক্রোধ, কিন্তু তাহ শান্ত করে যার অাছে বোধ । হইলে রাজাধিরাজের প্রসন্ন বয়ান, তাহা হেরি সুস্থ চিত্ত দেহে হয় প্রাণ । আর তার অনুগ্রহ বলিব কিৰূপ, দ্বিতীয় বর্ষার যেন মেঘের স্বৰূপ। সোনা চেয়ে জ্ঞান লাভ কেমন উৎকৃষ্ট, ৰূপা চেয়ে বুদ্ধি লাভ কেমন সে শ্রেষ্ঠ ।