পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) N o SY >R [ 6० ] দুরাচরি দুষ্ট লোক হইবে যাহারা, কদালাপি ওষ্ঠে কথা শুনায় তাহারা ; সতত অসত্যে রত মিথ্যাবাদি নরে, বিনাশক জিহাতে সে কর্ণপাত করে। দীন হীনে পরিহাস করে যেই জন, তাহার স্রষ্টাকে নিন্দ করে সেই জন। পরের বিপদে করে আননদ যে জন, সেই দণ্ড এড়াবে না আছে নিৰূপণ। বৃদ্ধের পৌত্ৰাদিগণ, মুকুটের সম, পিতুর বালকদের শোভা অনুপম । বাক পটু ওষ্ঠ হয় মুখের যে ৰূপ, মিথ্যা কথা রাজ ওষ্ঠে অশোভা তদ্রুপ। গ্রাহকের দৃষ্টে দান হয় মণিময়, যথা যায়, তথা সেই কৃতকাৰ্য হয়। দোষ আচ্ছাদন করে দেখ যেই জন, প্রেমের চেষ্টায় থাকে সেই বিলক্ষণ । যে কেহ তাহার কথা কহে বার বার, মিত্রভেদ জন্মায় সে অতি দুরাচার। জ্ঞানবানে অনুযোগ লাগয়ে যেমন, লাগে না অজ্ঞানে শত প্রহার তেমন। কেবল বিরোধ চেষ্টা করে দুৰ্জ্জনেতে, যাইবে নিষ্ঠুর দূত তার বিপরীতে। নিজ অজ্ঞতাতে মগ্ন হয় যেই জন,