পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રર Rへ○ ર 8 ર.( ২৩ २१ રોઝ [ ઉર ] ঔষধের ন্যায় সুস্থ করে হর্ষ-মন, ভগ্নমনে অস্থি শুষ্ক করে অনুক্ষণ । বিচারের পথ বক্র দুষ্টের করিতে, উৎকোচ গ্রহণ করে কাকালি হইতে। জ্ঞানীর সম্মখে প্রজ্ঞ থাকে বলবতী, মুখের দর্শন পৃথ্বী অন্তে করে গতি। মুখপুত্ৰ জনকের মনস্তাপ প্রায়, আর জননীর সেই শোক জনমায়। ধাৰ্ম্মিকেরে শাস্তি দান হয় অনুচিত, প্রহর মহাত্মীগণে না হয় বিহিত । কহে না যে বহুকথা, সেই জ্ঞানবান, আর স্থির আত্মাজন হয় বুদ্ধিমান। মুর্থ লোক নীরবেতে যত দিন থাকে, ততদিন জ্ঞানী বলি গণয়ে তাহাকে। ওষ্ঠাধর যেই জন করয়ে মুদ্রিত, বুদ্ধিমান বলি তারে করয়ে গণিত । ১৮ অধ্যায় । নিজ ইষ্ট চেষ্টা করে, পৃথক যে জন, তাবৎ কুশলে হস্ত করয়ে অর্পণ । বুদ্ধিতে সন্তুষ্ট কভু অজ্ঞানের নয়, প্রকাশিতে মন কথা তুষ্ট সেই হয়। দুষ্ট এলে অবজ্ঞাও হয় উপনীত,