পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> > R >い○ Y8 [ ৫৩ ] নিন্দা-আগমন অপমানের সহিত । নর মুখ-কথা জল সুগভীর প্রায়, প্রজ্ঞার প্রবাহ পূর্ণ জল-স্রোত ন্যায়। করিতে ধৰ্ম্মীর মন্দ বিচার সময়, দুষ্ট জন মুখাপেক্ষা কৰ্ত্তব্য ত নয়। অজ্ঞানে বিরোধে লয়ে যায় ওষ্ঠ তার, মুখ তার আজ্ঞা দেয় করিতে প্রহর । আত্ম-বিনাশন হয় অজ্ঞান বদন, ওষ্ঠ তার জীবনের ফঁাদের মতন। কৰ্ণে জপ বাক্য সব মিষ্ট অন্নপ্রায়, মৰ্ম্মের ভিতরে তাহ প্রবেনিয়া যায়। আপন কর্য্যেতে যেই অলস্য করয়, অপব্যয়ী সহোদর সদৃশ সে হয়। পরমেশ-নাম হয় দৃঢ় তুর্গ প্রায়, রক্ষা পায় ধাৰ্ম্মিকের পলায়ে তথায় । সুদৃঢ় নগর উচ্চ প্রাচীর মতন, আপনার ধনে জ্ঞান করে ধনী জন । গৰ্ব্বিত মানব-মন বিনাশের আগে, নম্র কিন্তু সন্মান-ঘটন পূৰ্ব্ব ভাগে। আগ্ৰে বাক্য নাহি শুনি সহসা উত্তর, অজ্ঞানত হয় আর বড় লজ্জাকর। সক্ষম পুরুষ মন ব্যথা সহিবারে, মনের ভগ্নতা কিন্তু কে সহিতে পারে ?