পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No [ gg ] ১৯ অধ্যায় । কটুভাষী মুখ লোক যতেক আছয়, সরল দরিদ্র ভাল তার চেয়ে হয়। জ্ঞানহীন ব্যগ্রতাত কতু ভাল নয়, হঠাৎগামীরা করে পাপের সঞ্চয়। অজ্ঞানতা মানবেরে বিপথেতে লয়, ঈশ্বর বিরুদ্ধে তার মন ক্রুদ্ধ হয়। বান্ধব অনেক মিলে বিতরিলে ধন, বন্ধু হৈতে দূরীকৃত কিন্তু দীন জন । মিথ্য সাক্ষী নাহি পারে দণ্ড এড়াইতে, মিথ্যাবাদী-জন কভু পারে না বাচিতে । স্তুতিবাদ করে বটে অনেকে রাজার, বন্ধু কিন্তু হয় সবে জানিবে দাতার । দীনহীন সহোদরে ঘূণে সহোদর, দুরে যায় বন্ধুগণ তা হৈতে বিস্তর। করিলে তোদের বাক্য ফল অন্বেষণ, কিছুমাত্র নাহি পায় কভু সেই জন । ভাল বাসে প্রাণে জ্ঞান পায় সেই জন, সৌভাগ্য সে পায়, বুদ্ধি যে করে রক্ষণ । কোন কালে মিথ্য সাক্ষী দণ্ড না এড়ায়, মিথ্যাবাদী যারা হয়, তারা নাশ পায়। অজ্ঞানের সুখ-ভোগ শোভে না যেমন, রাজ পরে দাসদের কর্তৃত্ব তেমন ।