পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২

ર8 ২৫ ২৩ ২৭ २ध्र ২৯ [ (૧ ] প্রভুর মন্ত্রণ মাত্র কিন্তু স্থির রয়। মনুষ্যের হয় জেনে সৌজন্য ভূষণ, মিথ্যাবাদী অপেক্ষায় ভাল দীন-জন । জীবনদায়ক হয় ঐশ্বরীয় ভয়, অধিকারী যেই তার সেই তৃপ্ত হয়। অলস রাখিলে হস্ত থালেতে তাহার, উদ্যোগ না করে দিতে মুখে পুনর্বার। নিন্দকে যদ্যপি তুমি করহ দণ্ডন, সতক হইবে তায় জড়মতি জন । বুদ্ধিমানে যদি তুমি কর অনুযোগ, উত্তর উত্তর তার হয় জ্ঞানযোগ । আপনার জনকের করে অপচয়, জননীরে দূরীভূত করে যে তনয়, অপমানজনক সে লজ্জাকর হয় । উপেক্ষা করিয়া হয় জ্ঞানের কথন, বিপথে যে উপদেশ করায় ভ্রমণ, হে পুত্র, সে সব তুমি করে না শ্রবণ। বিচার নারকী সাক্ষী করে পরিহাস, দুষ্টের বদন করে অধৰ্ম্মেরে গ্রাস । নিন্দকের লাগি দণ্ড প্রস্তুত নিশ্চয়, মুখদের পৃষ্ঠ হেতু প্রহার আছয়।