পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ съ | ২০ অধ্যায় । কলহকারিণী সুর নিন্দক আসিব, জ্ঞানবান নয় তায় ভ্রান্ত যেই সব। সেই জন সে রাজার কোপ জনমায়, নিজ প্রাণ বিরুদ্ধে সে পাপ করে হয়। বিবাদ হইতে ক্ষান্ত হইলেই হয়, মনুষ্যের সুগৌরব জানিবে নিশ্চয়। বহিতে চাহে না হাল কুড়ে শীত ভয়ে, ভিক্ষ তাই নাহি মিলে শস্যের সময়ে। মানবের হৃদয়ের পরামর্শ যত, নিশংসয় সুগভীর জলরাশি মত । অতি বড় বুদ্ধিমান হয় যেই জন, সেই সবে সেই জন করে উত্তোলন । অনেকেই সৌজন্যের ব্যস্ত প্রশংসায়, বিশ্বস্ত মনুষ্য কিন্তু কোথা পাওয়া যায়। ধাৰ্ম্মিক সারল্যে নিজ করয়ে গমন, তার পর হয় ধন্য তার পুত্ৰগণ । বিচারের অসনেতে বসিয়া রাজন, নিজ দৃষ্টে করে সব অন্যায় চালন। পরিশুদ্ধ করিলাম আপনার মন, পরিষ্কত পাপ হৈতে হৈলাম ਾਂ বলিতে কে পারে বল এমন বচন । বহুবিধ ঢক, তৈল নানান প্রকার,