পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX R ) \లి 28 ( >S) >b ২০ [ ৫৯ ] উভয় ঘৃণিত হয় পরম পিতার। বালকে কার্য্যের দ্বারা বেশ জানা যায়, পবিত্র সরল কি না, কৰ্ম্মেতে বুঝায়। দর্শক নয়ন ছুটি শ্রোতা কর্ণ দ্বয়, পরমেশ্বরের হুষ্ট হয় সে উভয় । নিদ্রায় কখন তুমি ভাল না বাসিবে, বাসিলে দীনতা তব অবশ্য ঘটিবে, চক্ষু মেল, খাদ্যে তুমি স্থতৃপ্ত হইবে। ভাল নয় ভাল নয়, ক্রেতা ইহা বলে, শ্লাঘা করে পরে কিন্তু গিয়া অন্য স্থলে । মুকুতা সমূহ আর যতেক কাঞ্চন, তার কাছে জ্ঞানী ওষ্ঠ অমূল্য ভূষণ । তার বস্ত্ৰ লৈয়া পর প্রতিভূ যে জন, বিদেশীর যেই তারে বন্ধক গ্রহণ। মিষ্টলাগে মানুষেরে প্রতারণা ফল, শেষে মুখ পূর্ণ হয় কাকরে কেবল । বিচারেতে স্থিরীকৃত পরামর্শ যত, পরামর্শ করি তাই যুদ্ধে হবে রত। পর অধিকারচচ্চা করিয়া ভ্রমণ, প্রকাশ করয়ে বাক্য অতীব গোপন। অতএব মুখ আলগা হুইবে যাহার, নাহি কর তার সঙ্গে কভু ব্যবহার। জননী জনকে করে যেই শাপ দান,