পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネ> રર 8 રQ: ২৩ २१

  • br

રજ [ ७० ] অন্ধকারে হয় তার প্রদীপ নিৰ্ব্বাণ। শীঘ্ৰ মিলে প্রথমেতে যেই অধিকার, মঙ্গল না হয় কিন্তু শেষকালে তার। দুষ্টেদিব প্রতিফল এমন বচন, বদনে করোনা তুমি কভু উচ্চারণ। পরমেশ্বরের তুমি থাক অপেক্ষায়, রক্ষা করিবেন তিনি নিশ্চয় তোমায়। প্রভুর ঘৃণিত ঢক নানাবিধ হয়, অণর কাট নিক্তি ভাল কোন ৰূপে নয়। নিশ্চয় করেন প্রভু মানব গমন, কি ৰূপে বুঝিবে পথ সে তবে আপন । সহসা মানত করা, পরেতে বিচার, ফঁাদের স্বৰূপ ইহা জেনে তুমি সার, জ্ঞানীরাজ পাপীগণে ছিন্ন ভিন্ন করে, গমন করায় চক্র তাদের উপরে, ঐশ্বরীয় দীপ প্রায় আত্মা মানবের, অন্তঃস্থান সন্ধান সে করয়ে মৰ্ম্মের। দয়া সত্যতায় হয় রক্ষিত রাজন, দয়া বলে হয় স্থির তার সিংহাসন। শারীরিক বল হয় যুবার শোভন, শুভ্রবর্ণ পক্ককেশ বৃদ্ধের ভূষণ। দুষ্টত কলঙ্ক দুর দণ্ড দানে করে, প্রহার আঘাতে শুদ্ধ করয়ে অন্তরে।