> の X X [ ৬১ ] ২১ অধ্যায় । প্রভুহস্তে নৃপ মন জল পথপ্রায়, আপন ইচ্ছায় তিনি ফিরান তাহয়। স্বচক্ষে সরল সব পথ মানবের, পরীক্ষা করেন বিধি মন সকলের। বলিদান অপেক্ষায় ধৰ্ম্ম, ন্যায় কাৰ্য্য, নিশ্চয় হইয়া থাকে ঈশ্বরের গ্রাহ্য। অহঙ্কার দৃষ্টি, আর মন গৰ্ব্বময়, দুষ্টলোক-শোভা তিন পাপ পূর্ণ হয়। কৰ্ম্ম-ক্ষম চিন্তা হৈতে লভ্য হয় ধন, হঠকারী হৈতে কিন্তু দৈন্য সংঘটন। মিথ্যাবাদী জিহা দ্বারা সঞ্চিত যে ধন, মরিছে যে জন তার শ্বাসের মতন। দুষ্টের দৌরাত্ম্য তারে করিবে সংহার, কেননা তাহারা ন্যায় করে না স্বীকার। বক্র পথগামী যায় বিপথে কেবল, পবিত্র যে জন নিজ কাজেতে সরল । বরঞ্চ ছাতের কোনে বাস ভাল হয়, কলহ কারিণী সহ বড় গৃহে নয়। দুষ্টের সদাই বাঞ্ছা অনিষ্ট সাধন, বন্ধু লোক কৃপা তার না পায় কখন । দণ্ড দিলে নিন্দকেরে মূঢ়ে জ্ঞান পায়, জ্ঞানী পেলে উপদেশ, জ্ঞান বৃদ্ধি তায়। J o
পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।