পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે 8 ২৫ ২৩ 있 ২৮ રાજે Nご> [ ৬৩ ] কষ্ট হৈতে নিজ প্রাণে রক্ষা করে সেই । অভিমানী, স্ফীত জনে নিনদক বলয়, দৰ্প করি অত্যাচারে রত সেই হয়। অলস বিনষ্ট হয়, নিজ ইচ্ছাক্রমে, যেহেতু তাহার হস্ত অসম্মত শ্রমে। সমস্ত দিবস লোভ করে সে বিস্তর, ধাৰ্ম্মিক করয়ে দান, হয় না কাতর। ঘূণাস্পদ দুষ্টদের বলিদান যত, মনদ অভিপ্রায়ে দিলে আরো বিশেষত । মিথ্যাবাদী সাক্ষী যত বিনষ্ট হইবে, কিন্তু যে শুনিবে তাহ সদাই কহিবে। আপনার মুখ দৃঢ় করে তুষ্ট জন, সুদৃঢ় করয়ে পথ সরলে আপন । প্রভুর বিরুদ্ধে কভু হয় কাৰ্য্যকারী, মন্ত্রণ এমন, জ্ঞান, বুদ্ধি নাহি হেরি। যুদ্ধের দিনের জন্য অশ্ব সজ্জা হয়, দয়াময় প্রভু হস্তে রহে কিন্তু জয় । ২২ তাধ্যায় । সুখ্যাতি বড়ই ভাল ধন অপেক্ষায়, ৰূপ, সোনা, চেয়ে ভাল গণিৰে কৃপায়। ধনবান দরিদ্রেতে হৈতেছে মিলন, উভয়েরে কিন্তু প্রভু করেন স্বজন।