পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> > R >ご [ ૭3 ] সতর্কে বিপদ দেখি সহজে লুকায়, মন্দবুদ্ধি অগ্ৰে গিয়া কিন্তু শাস্তি পায়। সম্মান জীবন ধন, এ গুলি কেবল, ঈশ্বরেতে ভয় তার নম্রতার ফল । কাটা ফাদ বক্র পথগামীর পথেতে, রক্ষিতে যে চায় প্রাণে, থাকুক দুরেতে। বালকে শিখাও তার গম্য পথ যাহা, প্রাচীন হইলে তবু, ছাড়িবে না তাহা । কর্তৃত্ব দরিদ্র পরে করে ধনবান, ঋণগ্রস্ত উত্তমণ দাসের সমান। অধৰ্ম্মের বীজ করে যে জন বপন, দুৰ্গতিস্বৰূপ শস্য কাটে সেই জন, প্রস্তুত আছয়ে এবে প্রস্তুত তাছয়, কোপযুক্ত দণ্ড তার নাহিক সংশয়। আশীৰ্ব্বাদ লভে সেই, কৃপা দৃষ্টি যার, কারণ সে দীনে দেয় খাদ্য অংশ তার । তাড়াও নিন্দকে, যাবে বাহিরে কলহ, নিবৃত্ত বিরোধ হবে অপমান সহ। ভালবাসে নিৰ্ম্মলতা মনের যে জন, ওষ্ঠ মিষ্ট হেতু তার সুহৃদ রাজন। প্রভুর নয়ন জ্ঞানে রক্ষেন সৰ্ব্বথা, বঞ্চকের বাক্য তিনি করেন অন্যথা । বহির্ভাগে সিংহ আছে অলসেতে কয়,