পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8 ( >S) >? >b సి ২০ R> [ ৬৫ ] রাজ পথে হত হবে এই তার ভয় । গভীর গহবর তুল্য কুলটবদন, পড়ে তাহে ক্রোধ পাত্র প্রভুর যে জন। অজ্ঞানত বন্ধ থাকে বালক অন্তরে, শাসনের দণ্ড কিন্তু তারে দূর করে। আপনার ধন বৃদ্ধি করিবার তরে, উপদ্রব যেই করে দরিদ্র উপরে ; ধনবানে আর দান করে যেই জন, অবশ্যই হয় তার দৈন্য সংঘটন। কর্ণপাতি শুন তুমি জ্ঞানীর বচন, মম উপদেশ বাক্যে দাও তব মন । অন্তরে থাকিলে তাহ সুখদ হইবে, তোমার ওষ্ঠকে ভাল শোভিত করিবে । বশ্বাস তোমার থাকে প্রভুতে অটল, তাই তোমা জানাইনু অদ্য এ সকল। সত্য বাক্য-যথার্থত যাহাতে তোমায়, জানাইতে পারি আমি, এই কামনায়। কিম্বা যদি কোন জন ডাকায়ে পাঠায়, যথার্থ উত্তর যেন দিতে পার তায়, এই অভিপ্রায় হেতু আমি কি তোমায়, লিখি নাই যুক্তিগর্ভজ্ঞানের কথায় ? ২২ দীন বড় দুঃস্থজন, ইহার কারণ, দ্রব্য তার কোন মতে করে। না হরণ,