পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१ ] সম্মখে তোমার কিবা বিবেচিবে মনে । পেট পরায়ণ তুমি যদ্যপিছই লে, তা হৈলে গলায় ছুরি আপনার দিলে। না করিও লোভ কভু সুখাদ্যে তাহার, কারণ সে হয় জেনে বঞ্চনা আহার। সঞ্চয় করিতে ধন করে না যতন, নির্ভর করে না কভু বুদ্ধিতে আপন। কি কারণ করিতেছ লোভ দৃষ্টি ধনে, কোন মতে থাকে না সে বেস জেনে মনে, বাজপক্ষী আকাশেতে উড়য়ে যেমন, পক্ষ যুক্ত হৈয়ে উড়ে যায় তথা ধন। কুদৃষ্টি লোকের খাদ্য করে না ভোজন, লালসা সুখাদ্যে তার করে না কথন। যেহেতু যেমন করে হৃদয়ে মনন, নিশ্চয় তদ্রুপ হয় জানিবে সে জন । পান বা ভোজন কর মুখে বটে কয়, মন কিন্তু কিছু মাত্র তোমা প্রতি নয়। ভোজন করেছ যাহা করিবে বমন, অপচয় মিষ্ট বাক্য করিবে আপন । অজ্ঞানের কর্ণে কথা কয়ে না কখন, কেননা তুচ্ছিবে তব কুশল বচন। পুরাতন ভূমিচিহ্ন করে না মোচন, আর পিতৃহীনক্ষেত্র সীমার লঙ্ঘন।