পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N > S& >こ >8 NG: No Σb )ను ২০ ネ> ২২ [ ৬৮ ] মুক্তি দাতা তাহদের বলবান আতি, করবেন তোমাদের বিবাদ নিম্পত্তি। উপদেশে দিবে মন করিয়া যতন, শুনিবে পাতিয়া কৰ্ণ জ্ঞানের কথন । বালকে শাসিতে ক্রটি করে না কখন, দণ্ড প্রহারেতে তার হবে না মরণ । তাহারে দণ্ডের দ্বারা করহ প্রহার, নরক হইতে প্রাণ রক্ষা হবে তার। হে পুত্ৰ, তোমার মন জ্ঞানী যদি হয়, আনন্দিত হইবেক আমার হৃদয় । ওষ্ঠ যদি কয় তব যথার্থ বচন, আহল্লাদিত হইবেক তাহে মম মন । হিংস যেন মন তব পাপিরে না করে, ডরিবে সমস্ত দিন প্রভুরে অন্তরে। পরকাল অবশ্যই যেহেতু আছয়, আশা তব ব্যর্থ কভু হইবার নয়। শ্রবণ করহ পুত্র, জ্ঞানী তাহে হও, মানসে তোমার তুমি সৎপথে লও। মাংস লোভী দ্রাক্ষরসে মত্ত যেই জন, এ ৰূপ লোকের সঙ্গ করে না গ্রহণ। ঔদরিক মত্তজন দরিদ্রতা পায়, জীর্ণ বস্ত্র নিদ্ৰালুত মানুষে পরায়। জন্মদাতা পিতৃ বাক্য সদাই শুনিবে,