এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ १० ] কামড়াইবে শেষে তাহ৷ সৰ্পের মতন, আর বিষধর সম করিবে দংশন । বারাঙ্গনাগণে চক্ষু তোমার দেখিবে, মন তব অসঙ্গত বচন কহিবে । সমুদ্রে মাস্তুল পরে যে করে শয়ন, তোমারে হইতে হবে তাহার মতন। তখন কহিবে তারা মেরেছে আমায়, কিছু মাত্র পীড়া আমি পাইনি তাহায়, তাহারা আমায় বটে করেছে প্রহার, বোধ কিন্তু হয় নাই সে সব আমার, যখন জাগ্ৰং আমি হইব কখন, করিব তাহার আর বার অন্বেষণ । ২৪ অধ্যায় । দুৰ্বত্ত সকলে তুমি হিংসা না করিবে, থাকিতে তাদের সঙ্গে কভু না ইচ্ছিবে। দৌরাত্ম্য কল্পনা করে তাদের অন্তর, ওষ্ঠ উচ্চারণ করে বাক্য ক্লেশকর। প্রজ্ঞার বলেতে গৃহ নিরমান হয়, বুদ্ধি বলে কিন্তু তাহ স্থির ভাবে রয়। জ্ঞা ন দ্বারা পূর্ণ হয় কুঠর সকল, বহু মূল্য ভাল ভাল দ্রব্যেতে কেবল । ৫ বিজ্ঞ ব্যক্তি বলবান জানিবে নিশ্চয়,