পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX > ネ )○ [ १> ] পরাক্রমশালী অতি জ্ঞানবান হয়। যুদ্ধ করিবার পূর্বে অনেক চিন্তিবে, বহুল হইলে মন্ত্রী বিজয় হইবে। মুখের নিকটে প্রজ্ঞ উচ্চ অতিশয়, বিচার স্থানে সে মুখ কভু না খুলয় । মন্দ কল্পনায় রত যাহারা কেবল, বিখ্যাত কুমন্ত্রী নামে তাহারা সকল । অজ্ঞানের কল্পনাই হয় পাপময়, ঘৃণিত সবার কাছে নিন্দক যে হয়। হইলে সাহস হীন বিপদ সময়, তোমার দেহের শক্তি অলপ আতিশয়। পরাণে বিনাশ হেতু ঘৃত যে সকল, উদ্ধার তাদের করি সাধিবে মঙ্গল । হত্যা করিবার তরে যারে লয়ে যায়, অবহেলা কভু তুমি করে না তাহয়। কিছুই জানি না যদি বলিবে কথায়, মন-পরীক্ষক যিনি, বুঝিবে না তায় ? প্রাণ রক্ষাকর্তা তব হন যেই জন, জানিতে কি পারিবে না তোমার মনন ? প্রতি জনে নিজ নিজ ক্রিয় অনুসারে, দিবে না কি ফল তিনি জিজ্ঞাসি তোমারে ? স্বাছ বড় মধু, পুত্র। তাই কর পান, মধু চক্র মুখে তব হবে মিষ্ট জ্ঞান।