পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N8 >○ >こ) ר כ Σίσι సి ২০ R> ২২ ミい○ [ १२ ] আপন মনের জন্য করিবে প্রজ্ঞায় বাঞ্ছনীয় জ্ঞান তুমি, কহিনু তোমায়, উপাৰ্জ্জিলে তায় পাবে পরিত্রিক ফল, কখন তোমার আশী হবে না বিফল । লুকায়ে থেকে না তুমি ষ্টের মতন, করিবারে ধাৰ্ম্মিকের বাটী আক্রমণ, আশ্রম তাহার নষ্ট করে না কখন ) যেহেতু ধাৰ্ম্মিক উঠে পড়ি সাতবার, আপদে নিমগ্ন কিন্তু হয় তুষ্টাচার। হর্ষিত হৈয়োন দেখে শক্রর পতন, পাইলে সে বিঘ্ন নাহি হৈয়ে হৃষ্টমন । ইহ দেখি প্ৰভু পাছে অসন্তুষ্ট হন, করেন তাহার প্রতি ক্রোধ সম্বরণ । কদাচারী লোক দেখি ব্যাকুল হৈয়ে না, ছষ্টে দেখি কভু তার মাৎৰ্য্য করেন। কদাচারী পারিত্রিক মঙ্গল না পায়, দুষ্টের প্রদীপ নিবে বলিনু তোমায়। রাজারে, প্রভুরে, পুত্র ? ভয় কর মনে, মিলো না কখন তুমি চলচিত্ত সনে । যে হেতু হঠাৎ হবে বিনাশ তাদের, । জানিতে পরিবে কেবা স্বংস উভয়ের। বিদ্বান জনের এই কথা সব হয়, মুখাপেক্ষা অকৰ্ত্তব্য বিচার সময়।