পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ as | দীনতা তোমার তথা হবে উপস্থিত। ২৫ অধ্যায় । শলোমন সুমতির হিত উপদেশ, নিম্নেতে লিখিত যাহা গুণেতে অশেষ । যিহুদা দেশেতে ছিল হিন্ধিয় রাজন, সংগ্ৰহিল এই সবে তার লোকগণ । কথায় গোপন করা ঈশ্বর গৌরব, সন্ধান তাহার লওয়া রাজার সৌরভ। স্বর্গের উচ্চত। যথা নীচতা ধরার, বোধের অগম্য তথা অন্তর রাজার। ৰূপা হৈতে খাদ তুমি কর বহির্গত, স্বর্ণকার দ্বারা পাত্র হইবে নিৰ্ম্মিত। রাজার নিকট হৈতে ছষ্টে দূর কর, ধৰ্ম্মে সিংহাসন তার হবে স্থিরতর। আত্মশ্লাঘা করিবে না সম্ম খে রাজার, প্রধানের পদে সেথ না দাড়াবে আর । কারণ পেয়েছ তুমি যে রাজদর্শন, ভাল নয় তার কাছে মৰ্য্যাদা খণ্ডন ; “উচ্চতর স্থানে এস’ বরঞ্চ এমন, আজ্ঞা প্রাপ্তি হয় তব মঙ্গল কারণ । হঠাৎ করে না দ্বন্দ্ব কোপের আবেশে, লজ্জ্ব দিলে প্রতিবাসী কি করিবে শেষে ?