পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> > ネ S) NS >(。 J > * | ૧૯ ] বিবাদ পড়লী সঙ্গে নিম্পত্তি করিবে, পরের গোপন কথা নাহি প্রকাশিৰে । প্রকাশ করিলে যেই করিবে শ্রবণ, তোমায় সতত লজ্জা দিবে সেই জন । অপযশ কোন কালে হবে না মোচন। রৌপ্য পাত্রে শোভে যথা ফল স্বর্ণময়, যথ। কালে সৎ কথা সেই ৰূপ হয়। সুবর্ণের নর্থ যথা অথবা যেমন সুনিৰ্ম্মল কাঞ্চনের হয় আভরণ ; আজ্ঞা অনুবৰ্ত্তী কর্ণ প্রতি তথা হয় জ্ঞানগর্ভ তিরস্কার নাহিক সংশয় । শস্য-চ্ছেদ কালে হিম সুস্নিগ্ধ যেমন, প্রেরক নিকটে দূত বিশ্বাসী তেমন, ! যেহেতু যুড়ায় প্রাণ কৰ্ত্তার আপন । মিথ্যাদান বিষয়ে যে দৰ্প কথা কয়, নির্জল বাতাস মেঘ সমতুল্য হয়। দীর্ঘ সহিষ্ণুতা দ্বার রাজা অনুনীত, কোমল রসনা গুণে অস্থি ভগ্নীকৃত।, মধু পেলে পরিমিত করিবে ভক্ষণ, নচেৎ জন্মিলে ঘৃণা করিবে বমন ৷ প্রতিবাদী আবাসেতে যেতে বার বার, } নিবৃত্ত করিবে তুমি চরণে তোমার, কারণ সে হবে শক্র ঘৃণ হৈলে তার। \