পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ११ ] প্রাচীরবিহীন ভগ্ন নগর মতন। ২৬ অধ্যায় । গ্রীষ্মে হিম অসম্ভব শীতে বৃষ্টি যথা, অজ্ঞানের অদৃষ্টেতে মান্য লাভ তথা । নিকটে না আসে পক্ষী যে করে ভ্রমণ, নাহি আসে তাল চোচ অথবা ಧ್ಧಿ! অকারণে দত্ত শাপ জানিবে তেমন । \ অশ্বহেতু কশী বলগা গাধরি যেমন, মুখ পৃষ্ঠ লাগি তথা দণ্ড প্রয়োজন। উত্তর না দিবে মুখে মুখতানুসারে, কি জানি হইতে হয় তদ্রুপ তোমারে। মুখতার অনুযায়ী উত্তরলে তায়, পাছে মুখ জ্ঞানী মনে ভাবে আপনায়। যে করে মুখের দ্বারা সম্বাদ প্রেরণ, ক্ষতি প্রাপ্ত হয়, কাটে পদ সে আপন । দেখিতে কুৎসিত যথা খঞ্জের চরণ, অজ্ঞানের মুখে শ্লোক শুনিতে তেমন । প্রস্তর পুঞ্জেতে মণি খলিয়া যেমন, মুর্থ জনে সেই ৰূপ সন্ত্রম অর্পণ । কণ্টক মত্তের হস্তে বিপদের স্থল, অজ্ঞানের মুখে শ্লোক তাই অবিকল ।