পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NN) ২০ २> ২২ ২৩ ર 8 ર.િ ২৩ ২৭ ミケ [ ৭৯ ৷ প্রতিবাসী জনে করি যেই প্রতারণ, “ক্রীড়া করিতেছি না কি ?” বলয়ে এমন, সমতুল হয় জেনে এই দুই জন । কাষ্ঠের অভাবে যথা আগুন নিৰ্ব্বাণ, কর্ণেজপ অভাবেতে দ্বন্দ্ব অন্তৰ্দ্ধান । অঙ্গরে অঙ্গর কাষ্ঠ অগ্নিতে যেমন, বিরোধ বৃদ্ধির প্রতি বিরোধী তেমন । কৰ্ণেজপ বাক্য মিষ্ট অন্ন প্রায় হয়, মন অভ্যন্তরে তাহা প্রবেশ করয়। স্তুতিকর ওষ্ঠ আর দুষ্টান্তঃকরণ, রৌপ্য পত্রে সুমণ্ডিত খাপরা মতন। মনোমধ্যে প্রতারণা রাখিয়া গোপন, ঘৃণাকার ওষ্ঠে কয় কপট বচন । বিশ্বাস করে না তায়, মধুর্য্যে কথার ঘৃণ্য দ্রব্যে পূর্ণ মন যেহেতু তাহার। কাপট্যে যাহার ঘৃণা আচ্ছাদিত রয়, সভামাঝে দোষ তার প্রকাশিত হয়। খাত খুদে যেই জন সে পড়ে তাহায়, ফিরে লাগে তারে যেই প্রস্তর গড়ায়। মিথ্যাবাদী জিহবা দেয় ক্লেশ যেই জনে, তাহাকেই ঘৃণা সেই করে মনে মনে, বিনাশের কৰ্ম্ম করে স্তাবক বদনে । -- --