পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vo ] ২৭ অধ্যায় । কল্যের বিষয়ে গৰ্ব্ব কথা না কহিবে, ন জান দিনেক মধ্যে কি ৰূপ ঘটিবে। অন্যেতে করুক তব প্রশংসা কীৰ্ত্তন, ন করুক মুখ তব তাহ উচ্চারণ। সুখ্যাতি তোমার ভাল করুক অপরে, নাহি করে যেন তব নিজ ওষ্ঠাধরে। প্রস্তর বালুক বটে ভারী বলা যায়, অজ্ঞানের রাগ ভারী দুই অপেক্ষায়। ক্ৰোধ ত দুরন্ত কোপ প্রলয় ঘটায়, স্ত্রীজন্য অন্তজালার কাছে কে দাড়ায় : গুপ্ত-প্রেম অপেক্ষায় জানিবে নিশ্চয়, প্রকাশিত অনুযোগ বড় ভাল হয় । বিশ্বাসের যোগ্য হয় বন্ধুর দণ্ডন, অবিশ্বাসযোগ্য কিন্তু শক্রর চুম্বন। মধুচক্ৰে তৃপ্ত জন ঘৃণার উদয়, ক্ষুধিতের কাছে কিন্তু তিক্ত মিষ্ট্রময়। আপনার স্থান ছাড়ি যে করে ভ্রমণ, বাসাভষ্ট পরিভ্রমী পক্ষীর মতন। তৈল ধূপ গন্ধে জন্মে মনস্তুষ্টি যথা, স্নেহময় পরামর্শে মিত্ৰত মিষ্ট্ৰতা । পিতৃমিত্র না তেজিবে সুহৃদে আপন, বিপদে ভ্রাতার গৃহে করে না গমন,