পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ ఏన ミン २२ ミ○ ૨8 ર (t ২৬ [ भ्र२ ] মিত্র মুখে সেই ৰূপ মনুষ্য আপন । ডুম্বুরের বৃক্ষ রক্ষা করে যেই জন, সে করে তাহার ফল অবশ্য ভোজন ; অনুরক্ত যেই জন প্রভুর সেবায়, করমের গুণে যশ অবশ্য সে পায় । মুখের সদৃশ মুখ জলেতে যেমন, মনোমাঝে দেখা যায় জানিবে তেমন, মানুষের সমতুল মানুষ গঠন। তৃপ্তি নাই কবরের আর নরকের, সেই ৰূপ নাই তৃপ্তি মানব চক্ষের। মুর্ষী রৌপ্যে যথ। আর হাফর সোনার, পরীক্ষা মনুষ্য তথা করে প্রশংসার। অজ্ঞানে গড়েছে রাখি ধান্যের মতন, কোটা যদি যায় করি ঢেঁকিতে পীড়ন, তথাপি মুখত তার হবে না মোচন । আপনার মেষপাল তত্ত্ব সদা লও, পশুকুল প্রতি তুমি মনোযোগী হও । কেনন অপর ধন চিরস্থায়ী নয়, পুরুষানুক্রমে রাজ মুকুট না রয়। ছিন্ন হৈলে ঘাস তৃণ নবীন প্রকাশ, সংগ্রহ ঔষধি হবে পর্বত সকাশ। মেষের শাবক তব পরিধেয় দিবে, ছাগপাল ক্ষেত্র মূল্য স্বৰূপ হইবে। l |