পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

것" [ ケー ] তোমা, পরিবার তব, যুবতীর লাগি, যথেষ্ট খাদ্যের জন্য দুগ্ধ দিবে ছাগী । ২৮ অধ্যায় । তাড়ন না করিলেও দুষ্টের পলায়, ধাৰ্ম্মিক নিৰ্ভয়ে রয় কিন্তু সিংহ প্রায়। প্রজা দোষে নিত্য নিত্য নব রাজা হয়, কিন্তু জ্ঞানী বুদ্ধিমানে রাজ্য স্থির রয়। যে দীন দীনের প্রতি করয়ে পীড়ন, শস্যনাশকারী সেই প্লাবন মতন। শাস্ত্রত্যাগী দুষ্টদের প্রশংসা করয়, কিন্তু দ্বন্দ্বে তার সঙ্গে যে শাস্ত্র পালয় । ন্যায় নাহি বুঝে কভু কদাচারীজন, বুঝে কিন্তু যেই প্ৰভু তত্ত্বপরায়ণ । বক্র পথগামী যদি ধন অধিকারী, তার চেয়ে ভাল দীন সরল আচারী। ব্যবস্থা যে মানে সেই পুত্ৰ জ্ঞানবান কিন্তু অপব্যয়ী মিত্র হয় যে সন্তান, ; আপনার জনকের সেই লজ্জা স্থান। অযথার্থ লাভ সুদ করিয়া গ্রহণ, বৃদ্ধি ৰূরে যেই জন আপনার ধন, দরিদ্রের প্রতি দয়া যাহার করয়, তাহদের জন্য তাহ করয়ে সঞ্চয়।