পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>の Y > >○ S8 >○ >○ No. >bア [ b8 ] শাস্ত্র বাক্য কর্ণ রোধ করে সেই জন, প্রার্থনাও হয় তার ঘৃণার ভাজন। সরল জনেরে যেই কুপথেতে লয়, আপনার কৃত খাতে পতিত সে হয়, সাধু কিন্তু অধিকার উত্তম লভয়। জ্ঞানবান বোধ করে ধনী আপনারে, বুদ্ধিমান দীন কিন্তু পরখে তাহারে। ধাৰ্ম্মিক আনন্দে মহা গৌরব উদয়, উন্নত হইলে দুষ্ট, লোক গুপ্ত হয়। আপনার পাপ যেই করে আচ্ছাদন, কখন না হয় তার কুশল ঘটন। স্বীকার করিয়া তাহ যে জন ত্যজয়, দয়া প্রাপ্ত হয় সেই জানিবে নিশ্চয়। ধন্য সেই সদা ভয় রাখে যেই জন, দুঃখে কিন্তু পড়ে যেই শক্ত করে মন । সুগৰ্জ্জন সিংহ দুষ্ট ভলুক যেমতি, শাসক তেমতি মন্দ দীন প্রজা প্রতি । উপদ্রবী হয় বড় নিৰ্ব্বোধ রাজন, দীর্ঘ আয়ু পায় লোভে ঘূণে যেই জন। নরহত্যা পাপে ভারগ্রস্ত যেই নর, পলাইতে হবে তারে কবর ভিতর ; |

l গতি রোধে তার তুমি হৈয়ে ন সত্বর।) যে চলে সরল পথে, সে হয় রক্ষিত,