এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ున ২০ ২১ २२. ২৩ ૨8 ર(t ২৩ [ (t ] বক্রপথগামী কিন্তু হঠাৎ পতিত। আপনার ভূমি করে যে জন কর্ষণ ; অনায়াসে পায় সেই প্রচুর ভোজন, অলসের অনুগামী কিন্তু হয় যার, যথেষ্ট অভাব সদা ভোগ করে তারা। বিশ্বস্ত প্রচুর হয় আশীশভাজন ; কিন্তু ধনবান হৈতে হঠাৎ যে জন, উৎযোগ করয়ে, নয় নির্দোষ কখন। বিচারেতে পক্ষপাত উপযুক্ত নয়, অপরাধ এই ৰূপ যে জন করয়, খণ্ডেক ৰূটীর জন্য দোষী সেই হয়। কুদৃষ্টি মানব করে উদযোগ বিধান, শীঘ্রই হইতে যাতে পারে ধনবান, দরিদ্রতা আসিতেছে কিন্তু যে তাহার, তাহা সে ক্ষণেক মনে করে না বিচার। রসনীয় প্রিয়বাদী লোক অপেক্ষায়, ভৎসনা করিয়া শেষে অনুগ্রহ পায়। অপহরি আপনার পিতৃ মাতৃধন, “পাপ নাই তাতে” কয় এৰূপ বচন, বিনাশক মিত্র হয় নিশ্চয় সে জন। বিরোধজনক যেই অহঙ্কারে স্ফীত, প্রভুর শরণাপন্ন কিন্তু আপ্যায়িত। অজ্ঞান সে ভর দেয় মনে যে আপন, p | |