পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ने ২৮ [ ৮৬ ] রক্ষা পায় কিন্তু প্রাজ্ঞপথগামী জন । যেই জন দরিদ্রকে দান করে ধন, হয় না কখন তার দৈন্য সংঘটন। কিন্তু দেখি দীনে অণখি মুদে যেই নর, অভিশাপ পায় সেই কাজেই বিস্তর । উন্নতি পাইলে দুষ্ট, অন্যে লুক্কাইত, নষ্ট হৈলে কিন্তু তারা ধাৰ্ম্মিক বৰ্দ্ধিত। ২৯ অধ্যায় । অনুযোগ পাইয়াও যেই বার বার, আনত নাছিক করে গ্রীবায় তাহার, হঠাৎ উচ্ছিন্ন হবে বিনা প্রতিকার। উন্নতি পাইলে সাধু প্ৰজা হৃষ্টমন, দুঃখিত কর্তৃত্ব কিন্তু পেলে দুষ্টজন। প্রজ্ঞাপ্রতি অনুরাগ অন্তরে যাহার, আনন্দদায়ক হয় সে জন পিতার, বেশ্য প্রতি অনুরক্ত কিন্তু যেই হয়, আপনার ধন সেই করে অপচয়। সুবিচারে রাজ রাজ্য সুস্থির করয়, উৎকোচগ্ৰাহি রাজা করে বিপৰ্য্যয় । স্তুতিবাদ পড়মীরে করে যে আপন, পদতলে পাতে তার জাল সেই জন। দুষ্টের দুষ্টত হয় ফঁাদের সমান,