পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y 8 ృ{ >こ) So | va 1 আনন্দে ধাৰ্ম্মিক জন কিন্তু করে গান। দীনের বিষয়ে করে ধাৰ্ম্মিক বিচার, বুঝে না কখন তাহ। কিন্তু তুষ্টাচার। নিন্দক নগরে অগ্নি করয়ে প্রদান, জ্ঞানী কিন্তু কোপণনল করেন নির্বাণ । বিবাদ অজ্ঞানসহ জ্ঞানীর হইলে, রাগুক হাসুক জ্ঞানী, শান্তি নাহি মিলে । সাধুশীলে ঘৃণা করে বধকারীগণ, সরলের চেষ্টা তার রক্ষিতে জীবন। অজ্ঞান প্রকাশে যত মনস্থ আপিন, জ্ঞানী রাখে উপযুক্ত সময় কারণ । যে রাজা মিথ্যায় শুনে হইলে গোচর, দুষ্ট হয় সে রাজার যত অনুচর। উপদ্রবী দরিদ্রেতে হৈতেছে মিলন, প্রভু দীপ্তিমান করে দুয়েরি নয়ন। যথার্থ যে রাজা করে দীনের বিচার, নিত্যস্থায়ী সিংহাসন হইবে তাহার। দণ্ড অনুযোগ দ্বারা জনমায় জ্ঞান , আশ্বাসিত পুত্র হয় মাতৃ লজ্জা স্থান। দুষ্টের পাইলে বৃদ্ধি অনিষ্ট বিস্তর, ধংস কিন্তু দেখে তার ধাৰ্ম্মিক প্রবর। আপন সন্তানে তুমি কর শাস্তি দান, দিলে শাস্তি করিবে সে আনন্দ বিধান ।