পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > [ a ৩ অধ্যায়। আহে বৎস, ভুলিও না ব্যবস্থা আমার ; পালুক আদেশ মম অন্তর তোমার। তাহার দ্বারায় তব সুদীর্ঘ জীবন, দীর্ঘ আয়ু আর শান্তি হইবে বৰ্দ্ধন। দয়া সত্য না করুক তোমায় বৰ্জ্জন ; উভয়েরে কর তুমি কণ্ঠেতে বন্ধন, লিখিয়া রাখহ চিত্ত পটেতে আপন । ঈশ্বর, মানব পাশে তাহাতে কেবল পাবে তুমি অনুগ্রহ, মঙ্গল কুশল । সমস্ত হৃদয় সহ ঈশে বিশ্বাসিবে, নিজ বিবেচনা প্রতি নির্ভর না দিবে। মনে কর তারে তব গতিতে সকল, করিবেন তিনি পথ তোমার সরল । জ্ঞানবান ভাবিও না আপনি আপনে, পাপে পরাণ্ড খ হও, ডরে ঈশে মনে। কেননা শিরার স্বাস্থ্য তাহাই তোমার, হইবে অস্থির মজ্জা সমতুল ভার। প্রভুর মর্য্যাদা কর আপন ধনেতে, অার কর আয়জণত প্রথম ফলেতে । বহু ধনে পরিপূর্ণ ভাণ্ডার হইবে, কুণ্ডে নব দ্রাক্ষারস উথলি পড়িবে। তুচ্ছিও না প্ৰভু শান্তি, হে বৎস, আমার।