পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৮৯ ] ৩০ অধ্যায় । যাকপুত্র আগুরের কথা এই হয়, | ইথিয়েলে উপদেশ মাত্র তারে নয়, } উকলেঙ্কও দিন সেই বাক্য ধৰ্ম্মময় । মুখ আমি হই অন্য নর অপেক্ষায়, মনুষ্য সদৃশ বুদ্ধি নাহিক আমায়। বিদ্যার অভ্যাস আমি কভু করি নাই, বোধগম্য নহে মোর ধৰ্ম্ম জ্ঞান তাই । উঠিয়া নামিল স্বৰ্গ হৈতে কোন জন, করিয়াছে বায়ু কেবা মুষ্টিতে গ্রহণ ? জলরাশি বস্ত্রে বল কেই বা বাধিল ? পৃথিবীর সীমা যত আর নিৰূপিল, কিবা নাম তার আর পুত্রের তাহার, জান যদি বল এই প্রার্থনা আমার । সুনিৰ্ম্মল ঈশ্বরের প্রত্যেক বচন, তাহাতে যাহার করে বিশ্বাস স্থাপন, ! টাল ৰূপে তাহণদের তিনি আচ্ছাদন । যোগ কিছু নাহি দিবে বাক্যেতে তাহার, A. দাও যদি করিবেন প্রভু তিরস্কার, | মিথ্যাবাদী হবে তুমি নিকটে সবার। ছুটি বর, হে ঈশ্বর, প্রার্থনা অামার, আজীবন দিতে নাহি হৈও অস্বীকার । দূর কর, দয়াময়, সব অলীকতা,