পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こ) > * >bア )న ২০ R> २२ ミ○ [ ৯১ ] চারিটি বস্তুতে মুখে বলে না কখন। অর্থাৎ সে পরলোক বন্ধ্যার জঠর, জলেতে অতৃপ্ত হয় যে ভূমি কঠোর, আর সেই অগ্নি যাহা বলিতে অক্ষম, “যথেষ্ট হইল” এই বাক্য অনুপম । জনকেরে পরিহাস করে যে নয়ন, আর তুচ্ছ করে আজ্ঞা মাতার অাপন, উপত্যক কাকে সেই চক্ষু উৎপাটিবে, উৎক্রোশ শাবকগণ তাহণয় খাইবে । তিনটি বিষয় মোর জ্ঞানগম্য নয়, বরঞ্চ বুঝি না অামি চারিটি বিষয়। অর্থাৎ উৎক্রেশ গতি বিমান ভিতর, সৰ্পের গমন আর শৈলের উপর, সমুদ্রেতে জাহাজের আশ্চৰ্য্য ভ্রমণ, যুবতীতে পুরুষের অবৈধ গমন। ব্যভিচারিণীর গতি সেই ৰূপ হয়, ভক্ষণ করিয়া সেই বদন মুছয়, “পাপ করি” নাই পুনঃ এই কথা কয়। ] তিন বস্তু জন্য ধরা ব্যস্ত বিলক্ষণ, বরঞ্চ পারে না চেরে করিতে বহন । অর্থাৎ যে দাস হৈয়া কর্তৃত্ব করয়, ভোজনেতে পরিতৃপ্ত যেই মুখ রয়। । আর পত্নী পদ প্রাপ্ত ঘৃণিত রমণী,