পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર 8 ર.( ミS) ২৭ ミレア રજે, ご> ৩২ ○○ [ ৯২ ] লভি কত্রী স্থান যেই দাসী ঠাকুরাণী। পৃথিবীতে চারি বস্তু ক্ষুদ্র অতিশয়, জ্ঞানেতে তাহার। কিন্তু অতি বড় হয়। যথা পিপীলিকাগণ শক্তিমান নয়, গ্রীষ্মে তবু করে তারা তাহার সঞ্চয়। শাফন যদিও নয় জীব বলবান, তবু বঁধে গৃহ নিজ যে স্থলে পাষাণ । পঙ্গপাল দলে নাই রাজা কোন জন, রচি বৃহ তবু তার করয়ে গমন। হস্তপদে টিকটিকি গৃহভিত্তি ধরে, আনসে নিবাসে রাজ প্রাসাদ ভিতরে । সুন্দর গমন করে তার বস্তুত্ৰয়, বরঞ্চ গমনে চারি সুদর্শন হয়। অর্থাৎ কণহারে কাছে পরাজু খ নয়, এমন যে সিংহ যারে পশুরাজ কয়। বদ্ধকটি যুদ্ধ অশ্ব ছাগগণ আর অজেয় যে রাজা নাই বিরোধী যাহার। যদ্যপি করিয়া থাক, অহঙ্কার ভরে, অজ্ঞানের কাজ আর দৃশ্চিন্তা অন্তরে হস্ত তুমি দাও তবে মুখের উপরে। } ছন্ধের মন্থনে যথা উঠে নবনীত, রক্ত বীর হয় নাসা করিলে পীড়িত, ক্রোধের চালনে তথা দ্বন্দ্ব প্রসবিত ৷ |