পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు > ○ Y8 Y (t Y No Sq > ア Y;N ২০

  • >

[ ৯৪ স্বামীর মঙ্গল বিনা অশ্রেয় মনন নাহি করে সেই নারী যাবৎ জীবন। মেষ লোম মসিন সে করে অন্বেষণ, আনন্দে তাপন হস্তে কৰ্ম্ম সম্পাদন । বাণিজ্য জাহাজ প্রায় সে নারী আপন, খাদ্য দ্রব্য দূর হৈতে করে আনয়ন। প্রত্যুষে উঠিয়া খাদ্য দেয় পরিজনে, নিৰূপিত কাৰ্য্যভার আর দাসীগণে । পরীক্ষা করিয়া ক্ষেত্র কিনে সেই পরে, নিজহস্ত ফল দিয়া দ্রাক্ষাক্ষেত্র করে। বলেতে করয়ে সেই কাকালি বন্ধন, আর বলবান করে বাহুকে আপিন । আণস্বাদে বাণিজ্য ফল ভাল আপনার, রাত্রিতে নিৰ্ব্বাণ দীপ না হয় তাহার। টেকুয়া দ্বারায় কৰ্ম্ম নিজ হস্তে করে, আপনার হস্ত দিয়া পাজ সেই ধরে। দরিদ্রের প্রতি হয় হস্ত মুক্ত তার, ' দীন হীন প্রতি করে হস্তের বিস্তার। শীত হৈতে রক্ষিবারে পরিবারগণে, সে নারী কখন ভয় নাহি পায় মনে, কারণ তাহার সব পরিজনগণ, পরিধান করে বস্ত্র লোহিত বরণ ।