পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ই ৩ ネ3 રાઉ ২৩ ই৭ २b ২৯ 9) [ ৯৫ ] অচ্ছিাদন বস্ত্ৰ যত আপনার তরে, বিচিত্র বরণ সেই নিরমাণ করে, ! শুক্ল পট্ট, রক্তবর্ণ বাস সেই পরে। } দেশের প্রাচীন দলে বসি স্বামী তার, পরিচিত হয় যেইসভাতে বিচার। মসিনার বস্ত্র আর পটুক নিচয়, বালকগণের কাছে করয়ে বিক্রয়। মৰ্য্যাদা তাহার বল, বস্ত্র তুল্য হয়, ভাবী কাল বিষয়েতে আননদ উদয়। জ্ঞান কথা কয় করি বদন বিস্তার, অনুগ্রহ-বিধি রয় জিহবাগ্রে তাহার। স্বজনের আচরণে দেয় সেই মন, আলস্যের খাদ্য কভু করে না ভোজন। ধন্যবাদ করে তার উঠিয়া সন্তান, স্বামী করে এই ৰূপে প্রশংসার গান। অনেক রমণী ভাল কৰ্ম্ম করে বটে, শ্ৰেষ্ঠ কিন্তু হও তুমি সবার নিকটে। লাবণ্য সৌন্দর্য্য সব অলীক অসার, পরমেশ ভীতা নারী যোগ্য প্রশংসার । তার হস্ত ফল তারে করহ প্রদান, বিচার সভাতে কর তার গুণগান। BHOWANIPORE : Printed by B. M. Bose, for the Christian Vernacular Education Society, at the Saptahik Sambad Press, 1878.