পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्षिफ़िtर्भङ्ग चांदीम ब्रांज به اد নিশ্চেষ্ট রহিলেন । তিনি দুর্গ মধ্যে অবরুদ্ধ হইলেন। চারি মাস কাল এই অবস্থায় কালযাপন করিয়া, পরিশেষে আবদালী সৈন্তের সহিত তিনি যুদ্ধে প্রবৃত্ত হইলেন। এই যুদ্ধে কাওরা মল্প নিহত হইলেন ; আদিনা বেগ যুদ্ধে যোগদান করিলেন না। তখন মগ্ন, দেখিলেন,—যুদ্ধ অধিক দিন স্থায়ী হইলে, বিশেষ ক্ষতির সম্ভবনা ; স্বতরাং তিনি অতি বিচক্ষণতার সহিত রাজধানীতে প্রত্যাবর্তন করিয়া বিজেতার প্রতি র্তাহার আনুগত্যের অশেষ পরিচয় প্রদান করিতে লাগিলেন । আমেদ সা বহু অর্থ প্রাপ্ত হইলেন ; লাহোর ও মুলতান আফগান-রাজ্যের অন্তর্ভুক্ত হইল। আমেদ সা, ময়র অসাধারণ সৈন্ত-পরিচালন-শক্তির বিশেষ প্রশংসা করিলেন ;- তাহার শাসন ক্ষমতায় মোহিত হইলেন । এই সমস্ত কারণে আমেদ সা ময়কেই নব-বিজিত রাজ্যের শাসনকর্তার পদে প্রতিষ্ঠিত করিলেন । অতঃপর কাশ্মীর অধিকারের জন্য আমেদ সা নানা উপায় অবলম্বন করিতে লাগিলেন ; কিন্তু শীঘ্রই ত"াহাকে স্বদেশাভিমুখে প্রত্যাগমন করিতে হইল ॥১৭ এইরূপে বিদেশীয়গণ কর্তৃক লাহোর দ্বিতীর বার আক্রাস্ত হওয়ায়, তৎপ্রদেশের শাসন -শৃঙ্খলা ক্রমে শিথিল হইয়া পড়িল । চির-স্বাধীনতালোলুপ শিখগণ পুনরায় মস্তকোত্তগন করিল, এবং নানারূপ উপদ্রব আরম্ভ করিয়া দিল। আদিনা বেগ লাহোরের যুদ্ধে যোগদান করেন নাই ; স্বার্থসাধনেদেস্তে তিনি বিদ্রোহী প্রজার পক্ষ অবলম্বন করিয়াছিলেন,-তৎকালে সকলের মনে সেই বিশ্বাসই বদ্ধমূল হইয়াছিল। এক্ষণে আদিনাবেগ মনে করিলেন,—তাহার প্রতি সেই সন্দেহের মূলোচ্ছেদ করাই যুক্তিসঙ্গত। শিখগণ ইতিমধ্যে অমৃতসর এবং পার্বত্য প্রদেশের মধ্যবর্তী প্রদেশসমূহ অধিকার করিয়াছিল। আদিন বেগ ভাবিলেন,—শিখদিগকে অধীনতাপাশে আবদ্ধ করাই তাহার একমাত্র কর্তব্য । মাখোয়ালে এক উৎসবের দিনে তিনি তাহাদিগকে সহসা আক্রমণ করিলেন ; যুদ্ধে শিখগণ সম্পূর্ণরূপ পরাজিত হইল। শিখগণ র্তাহাকে মিত্র বলিয়া মনে করে,— ইহাই তাহার অভিপ্রায় হইল। তিনি শিখদিগের সহিত সন্ধিস্বত্রে আবদ্ধ হইলেন ; তাহার নামমাত্র যৎকিঞ্চিং কর প্রদান করিবে-ইহাই ধার্য হইল। এবং তাহাঙ্গের অধীনস্থ লোকের নিকট হইতে তাহারা পরিমিত পরিমাণে অথবা নির্দিষ্ট হারে কর আদায় করিতে পারিবে স্থির হইল। বহুসংখ্যক শিখদিগকে বেতন প্রদানে তিনি আপনার কর্মচারীরূপে নিযুক্ত করিয়াছিলেন। তাহাদিগের মধ্যে স্বত্রধর জাতীয় যুশা সিং নামক এক ব্যক্তি পরিশেষে বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন।১৮ নূতন প্রস্তুর অধীনে আপনার ক্ষমতা পুনঃপ্রাপ্ত হওয়ার কয়েক মাস পরেই মির ময়র »* I Compare Elphinstone, “Caubul*, ii. 288, and Murray's "Runjeet Singh', р, 10. 13. - sv 1 Compare Browne, ‘India Tracts', ii, 17, and Malcolm, “Sketch', p. 82, . -