পাতা:শিখ-ইতিহাস.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য 3 & 4 সা-স্বজার দরবারে প্রতিনিধি-স্বরূপ প্রেরিত হইলেন। ১৮০৮ খ্ৰীষ্টাব্দে সেপ্টেম্বর মাসে মিঃ মেটকাফ রণজিৎ সিংহের দরবারে উপনীত হইয়া অভীপিত সন্ধি স্থাপনের চেষ্টf করিতে লাগিলেন। পাতিয়াল, ঝিন্দ ও কাইথালের রাজগণকে মৌখিক এক নিশ্চয়তf প্রদত্ত হইল ;–র্তাহারা বৃটিশ গর্ভণমেণ্টের অধীন রাজ্য বলিয়া পরিগণিত হইলেন । রণজিৎ সিংহের প্রধান্যে কতকগুলি মিত্র-রাজ্য এইরূপ পথ অবলম্বন করিয়া, কিয়ৎপরিমাণ দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়াছিল। বোধ হয়, রণজিৎ সিংহের সামরিক প্রভুত্ব এবং ইংরেজদিগের শান্তিময় শাসনের পার্থক্য তাহারা অনুভব করিতে পারায়, এইরূপ Efstfl 18v রণজিৎ সিংহ তাহার নব-বিজিত কাণ্ডর নগরীতে মিঃ মেটকাফকে সাদরে অভ্যর্থনা করিলেন । রাজা নিজেই সমগ্র শিখ জাতির অধিপতি বলিয়া প্রচার করিলেন। অধিকন্তু লাহোর অধিকারে সারহিন্দের উপরও র্তাহার স্বত্ব নির্দেশিত হইয়াছে—কার্য-কলাপে তিনি সে ভাব প্রকাশ করিতেও কুষ্ঠিত হইলেন না। যাহা হউক, ফরাসী আক্রমণে যে তাহার নিজ স্বার্থ-হানির সম্ভাবনা, তাহা তিনি বুঝিতে পারেন নাই। পরস্তু তাহার রাজ্যের প্রাস্তভাগে একটি বিশাল ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ায়, তাহার মনে ভয়ের সঞ্চার হইয়াছিল। শতদ্রুর তীরে তাহার ক্ষমতা সীমাবদ্ধ রাখার জন্য, ইংরাজদের অভিপ্রায় অবগত হইয়া, তিনি ক্রুদ্ধ হইলেন ৪৭ তৎক্ষণাৎ সন্ধিস্থাপনের সর্বপ্রকার প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া, তিনি শতদ্রুর দক্ষিণবর্তী প্রদেশসমূহ তৃতীয়বার আক্রমণ করিলেন। ফরিদকোট ও আম্বালা অবরুদ্ধ হইল ; মালের কোটলা এখং থানেশ্বর হইতে মহারাজ বলপূর্বক রাজস্ব আদায় করিতে লাগিলেন, এবং পাতিয়ালার রাজার সহিত সন্ধিস্থত্রে আবদ্ধ হইলেন। ইংরাজ দূত এই সকল প্রকাশু শত্ৰুতাচরণের প্রতিবাদ করিতে লাগিলেন, এবং যতদিন রণজিৎ সিং পুনরায় শতদ্রু অতিক্রম না করিয়াছিলেন, তত দিন তিনি শতদ্রু তীরে অবস্থান করিলেন ॥৪৮ লাহোর-অধিপতির কার্য-প্রণালীতে গবৰ্ণর-জেনারেল এক্ষণে শতদ্রু অভিমুখে একদল সৈন্য প্রেরণ করিতে কৃতসংকল্প হইলেন। গবর্ণরজেনারেল এ সম্বন্ধে পূর্বে কিছুই স্থির করিতে পারেন নাই। সন্ধি-সংস্থাপন-প্রস্তাবে মিঃ মেটকাফের সহায়তা ও রক্ষণাবেক্ষণ করা, তাহাঁদের মুখ্য উদ্দেশ্য। শতদ্রুর উত্তরদিকে রণজিৎ সিংহের প্রভুত্ব সীমাবদ্ধ রাখাও ৪৬। ১৮০৮ খ্ৰীষ্টাব্দের ১৪ই নবেম্বর স্তার ডেভিড অক্টারলেণির নিকট গবর্ণমেণ্ট-লিখিত পত্র aèw i wtrą-frafēts atfās fit', se ar ši gèŋ 1 ( Compare "Murray's Runjeet Singh', p. 65. 66. - ৪৭। মুরক্রফট নির্দেশ করিয়াছেন,—ইংরাজদিগের বাধাপ্রদান এত বিরক্তিকর হইয়াছিল যে, রণজিৎ সিং উহাদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিতে কৃতসংকল্প হন। ষে ব্যক্তিস্বয় তাহাকে যুদ্ধে প্রতিনিবৃত্ত হইতে যুক্তি দিয়াছিলেন, তন্মধ্যে খ্যাতনামা উজীজ-উদ্দীনের নাম উল্লেখযোগ্য। sv i xtrā fāfs s "Hafrsfis', os š t (Murray's 'Runjeet Singh, p, 66).