পাতা:শিখ-ইতিহাস.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ?ぐ2 শিখ-ইতিহাস তাহাঁদের আর এক কর্তব্য কার্য বলিয়া নির্দিষ্ট হইয়াছিল। গবর্ণর-জেনারেল তাহাদিগকে সেইরূপ উপদেশ প্রদান করিয়াছিলেন "ম কথিত হয়, তাহাদের প্রতি আর এক আদেশাজা প্রচারিত হইয়াছিল ;–রণজিৎ সিংহের সহিত আর একটি সর্ত করিতে হইবে যে, যুদ্ধের সাজ-সরঞ্জাম যথাযোগ্য বুদ্ধি করিতে হইবে ; ইংরাজ-রাজ্যের সীমান্ত প্রদেশসমূহে রণজিৎ সিংহের সামরিক প্রভূত্বের বিপক্ষতাচরণে র্তাহীদের মনে ভয়ের উত্ৰেক হইবে না ; বরং তথায় মিত্র-রাজগণ আধিপত্য করবেন। সীমান্ত প্রদেশে রণজিৎ সিংহের আধিপত্য লোপ প্রাপ্ত হইবে। তদনুসারে, ১৮০১ খৃষ্টাব্দে জাম্বয়ারী মাসে সার ডেভিড অক্টারলোনির অধিনায়কত্বে একদল সৈন্য যমুনা অতিক্রম করিল। বুড়িয়া ও পাতিয়ালার পথ অবলম্বন করিয়া, সেনাপতি লুধিয়ানা অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন । সারহিন্দের সর্দারগণ সকলেই তাঙ্গাকে সাদরে অভ্যর্থনা করিলেন ; কিন্তু একমাত্র ‘ক্রেীড়া-সিংঘিয়া সম্প্রদায়ের নামনাত্র অধিনায়ক যোধ সিং - তাহার প্রতি কোনরূপ সম্মান প্রদর্শন করিলেন না। কিন্তু যাত্রাকালে তাহার মনে ভয়ের সঞ্চার হইয়াছিল, পাছে রণজিৎ সিং প্রকাশুভাবে তাহার সহিত বিবাদে প্রবৃত্ত হন। উভয়বিধ সন্ধি-প্রস্তাব-হেতু, সেই সর্দার কয়েকজন প্রতিনিধি প্রেরণ করিয়াছিলেন ; তাহাদের সহিত সাক্ষাতের পর তিনি আর অগ্রসর হইলেন না ; যদি বিবাদ-বিসম্বাদ উপস্থিত হয়, সেই আশঙ্কায় আপন সৈন্যদলের সন্নিকটে অবস্থান করার উদ্দেশ্যে, তিনি বক্রগতি অবলম্বন করিয়া তথায় বিশ্রাম করিতে লাগিলেন । ৫০ রণজিৎ সিং কিছু অসন্তুষ্ট হইলেন। রাজ্যের সন্নিকটে ইংরাজ সৈন্তের অবস্থান হেতু, রণজিৎ সিং কথঞ্চিৎ ব্যাকুল হইয় পড়লেন। ইংরাজ প্রতিনিধি র্তাহার নিকট নানারূপ প্রস্তাব উপস্থিত করিলেন ; কিন্তু নানা অজুহাতে মহারাজ সে সকলই প্রত্যাখ্যান করিতে লাগিলেন । শতদ্রুর দক্ষিণ-তীরস্থিত র্তাহার রাজ্যগুলি সম্বন্ধে অকিঞ্চিৎকর সন্দেহের বশবর্তী হইয়া, মিঃ মেটকাফ, আপন মনোভাব গোপন রাখিতেছেন,—তিনি তদ্বিষয়েও অভিযোগ করিলেন। তৎসম্বন্ধে ব্রিটিশ গবর্ণমেণ্ট পূর্বে এক ঘোষণা প্রচার করিয়াছিলেন। তাহাতে স্থির হয়, তাহার নব-বিজিত রাজ্যগুলি প্রত্যাপিত হইবে ; এবং তিনি তাহার সমগ্র সৈন্য লইয়া শতদ্রু নদীর উত্তরদিকে গমন করিবেন ; --তাহাতে র্তাহার সহিত ৪৯। ১৮০৮ খ্ৰীষ্টাব্দের ১৪ই নবেম্বর এবং ২৯শে ডিসেম্বর সার ডেভিড অক্টারলোনি গবর্ণমেণ্টের নিকট এক পত্র প্রেরণ করেন। এস্থলে তাঁহাই দ্রষ্টব্য। e • । ১৮৭৯ খ্ৰীষ্টাব্দের ২৯শে জানুয়ারী, ৪ঠ, ৯ই এবং ১৪ই ফেব্রুয়ারী তারিখে সার ডেভিড অক্টারলোনি গবর্ণমেণ্টের বরাবর কয়েকখানি পত্র লেখেন। ১৮০৯ খ্ৰীষ্টাব্দের ১৩ই মার্চ গবর্ণমেন্টও সার ডেভিড অক্টারলোণির নিকট পত্র প্রেরণ করেন। সেগুলি পরম্পর মিলাইয়া দেখা কর্তব্য। সার ডেভিড যাহা লিখিয়াছেন বা যে কার্য সম্পন্ন করিয়াছেন, গবর্ণমেণ্ট তাহা কোনমতেই অনুমোদন করেন নাই। তঞ্জস্য দুঃখিত হইয়া সার ডেভিড অক্টারলোনি কৰ্মত্যাগ করেন। (১৮৭৯ খ্ৰীষ্টাব্দের ১৯শে এপ্রিল, সার ডেভিড গবর্ণমেণ্টের নিকট এক পত্র লেখেন ; এস্থলে তাঁহাই দ্রষ্টব্য। )