পাতা:শিখ-ইতিহাস.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য b (ts উদ্ধত বলিয়া পরিগণিত হয়। ইংরেজ গবর্ণমেন্ট দূর-দেশস্থ কোন বিদেশীয় আক্রমণের ভয়ে যেমন ভীত হইয়াছেন, ইংরাজদিগের সেই ভয় হেতু তাহারা পঞ্জাবের স্বেচ্ছাচারীর হস্ত হইতে মুক্তি লাভ করিয়াছেন। ফলতঃ, এক্ষনে ইচ্ছা করিয়া কেহ আর আশ্রয়-প্রার্থী হন না । তখন যে নীতি অনুস্থত হইয়াছিল, তাহাতে হয়, ইংরাজগণ র্তাহাদিগকে আশ্রিত বলিয়া স্বীকার করিবেন ; না হয়, তাহারা শক্রমধ্যে পরিগণিত হইবেন ॥৫৮ সার ডেভিড প্রতিপন্ন করিতে লাগিলেন,—সেই বিশ্বাসেই রাজন্যবৃন্দ আশা করিয়াছিলেন, স্বেচ্ছাপূর্বক আশ্রয় প্রদত্ত হইবে। এদিকে গবর্ণমেণ্ট নূতন আশ্রয়ার্থী রাজাদিগের সম্বন্ধে উদার-নীতি অবলম্বনের ইচ্ছা প্রকাশ করিলেন । পরিশেষে ১৮০১ খৃষ্টাব্দের ৩রা মে, এক ঘোষণাপত্র প্রচারিত হইল। স্থির হইল,—রণজিৎ সিংহের আক্রমণ সম্বন্ধে সারহিন্দ এবং মালোয়ার সর্দারগণ প্রতিভূস্বরূপ রহিলেন ; রণজিৎ সিং কোন সময় তাহাদিগকে আক্রমণ করিলে, ইংরাজ গবর্ণমেণ্ট তাহাদিগকে সাহায্য প্রদান করিবেন ; সর্দারগণ আপনাপন রাজ্যে একাধিপত্য করবেন, তাহারা স্বাধীন রহিলেন ; তাহাদিগকে কোনরূপ কর প্রদান করিতে হইবে না । কিন্তু যুদ্ধ-সময়ে ইংরাজ-গবর্ণমেণ্টকে তাহার সাহায্য প্রদান করিবেন। আরও অনেকানেক সর্ত সব্যস্ত হইল ; কিন্তু এস্থলে তাহার পুনরুল্লেখ নিম্প্রয়োজন।** রণজিৎ সিংহের আক্রমণ-ভয় হইতে মুক্ত হইতে না হইতেই, কলহপ্রিয় দুর্দান্ত সর্দারগণ পরম্পর বিবাদে প্রবৃত্ত হইলেন ; কেহ কেহ বা আপনাদিগের অপেক্ষা হীনবল পারিপাশ্বিক রাজগণের প্রতি অত্যাচার-উৎপীড়ন আরম্ভ করিয়া দিলেন । সেই সদারদিগেকে সম্পূর্ণরূপে ইংরাজদিগের অধীনতা-পাশে আবদ্ধ করিতে গবৰ্ণর জেনারেল পূর্বাপর অনিচ্ছুক ছিলেন ৬০ কিন্তু মিঃ মেটকাফ প্রতিপন্ন করিলেন,—সেই সকল সদারের প্রত্যেককেই প্রত্যেকের অযথা আক্রমণ হইতে রক্ষা করা আবশ্যক ; এবং তাহদিগের সকলকেই সমরূপে রণজিৎ সিংহের আক্রমণ হইতে মুক্ত করিতে হইবে । সেই মর্মে সম্প্রতি স্বতন্ত্র ঘোষণাপত্র প্রচার করা কর্তব্য । তিনি আরও বলিলেন,—র্তাহাদিগের বিপদ নিরাকরণরে এতটা নিশ্চয়তা প্রদত্ত না হইলে, উৎপীড়িত ব্যক্তিবর্গ বাধ্য হইয়া ৫৮। ১৮০৮ খৃষ্টাব্দে, গবর্ণমেণ্ট দিল্লীর রেসিডেন্টকে এক পত্র লেখেন ; এস্থলে তাছাই দ্রষ্টব্য। বারণ হগেল ( 'ভ্ৰমণ বৃত্তান্ত, ২৭৯ পৃঃ —Travels, p. 279.)বলেন,—স্বার্থ-সাধনের উদ্দেশ্বেই অন্ততঃ ইংরাজগণ পক্ষাবলম্বন করিয়া রাজকার্যে বাধা প্রদান করিয়াছিলেন। কিন্তু তাহার মতে,-স্থায্য উত্তরাধিকারী অভাবে সমুদয় রাজ্য গ্রাস করিয়া, তাহার উপস্বত্ব ভোগ-দখল করাই—ইংরাজদিগের মুখ্য উদ্যে ছিল। সর্দারগণ পরস্পর বিবাদে প্রবৃত্ত হওয়ায়, উত্তরাধিকারী অবর্তমানে ধনসম্পত্তি সরকারে বাজেয়াপ্ত হওয়ার পথ প্রশস্ত হইয়াছিল। যাহা হউক, পরবর্তী সময়ে রাজ্যগ্রাসের উৎকট অভিলাষ জন্সিয়াছিল। ১৮১৯ খৃষ্টাব্দে সেই লালসার বশবর্তী হইয়া ইংরাজগণ কার্য করেন নাই। e à 1 qelq offàfà gÈHI ! ( Sèe Appendix, No. x. ) ৬• । ১৮৩৯ খৃষ্টাব্দের ১৭ই এপ্রিল, সার ডেভিড অক্টারলোনিব বরাবর গবর্ণমেন্ট এক পত্র প্রেরণ করেন। এস্থলে তাহাই দ্রষ্টব্য।