পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»१२ ' শিখ-ইতিহাস উদেশ্ব জানিবার জন্য, তথা হইতে রণজিৎ সিং এক দূত পাঠাইলেন। আপন উন্ধেগু জ্ঞাপনার্থ সা পূর্বেই রণজিৎ সিংহের নিকট দূত প্রেরণ করিয়াছিলেন। প্রতিনিধিগণ মহারাজকে জানাইলেন,—কাশ্মীর-রাজ, সার ভ্রাতা সা স্বজার পক্ষ অবলম্বন করিয়াছেন ; র্তাহারই সাহায্যে সা স্বজা তখনও মূলতানের সন্নিকটে অবস্থান করিতেছিলেন। কাশ্মীররাজকে শাস্তি প্রদান করাই সার অভিপ্রেত। অতঃপর সম্রাটদ্বয় উভয়েই সন্তুষ্ট হইলেন । লাহোরে প্রত্যাবর্তনের পূর্বে র্তাহাদের সাক্ষাৎ হইল ; উভয়ে বন্ধুত্ব-স্বত্রে আবদ্ধ হইলেন। লাহোরে প্রত্যাবর্তন করিয়া, মহারাজ বহুসংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র শাসনকর্তাদিগের রাজ্যসমূহ অধিকার করিতে লাগিলেন। যখন রাজ্যমধ্যে শাসনশক্তির অভাব ছিল, যখন সর্বসামঞ্জস্তব্যঞ্জক রাজ-শক্তির আধিপত্য দেশ মধ্যে বিস্তৃত হয় নাই, তখন র্তাহারা স্বাধীনতা অবলম্বন করিয়া প্রভুত্ব স্থাপন করিয়াছিলেন। এক্ষণে র্তাহারা সকলেই রণজিৎ সিংহের অধীনতা স্বীকার করিলেন।২০ যুবক মহারাজের অপ্রতিহত গতিতে কেহই আর বাধা দিতে সমর্থ হইলেন না । ১৮১১ খ্ৰীষ্টাব্দে অন্ধ সম্রাট সা জামান, পঞ্জাব পরিত্যাগ করিলেন। র্তাহার সহিত রণজিৎ সিংহের সাক্ষাৎ হইল। কিছুকাল তিনি লাহোরে অবস্থান করিয়া আপন পুত্র ইউনাচকে লুধিয়ানায় প্রেরণ করিলেন। তথায় সার ডেভিড অক্টারলোনি তাহাকে বিশেষ সমাদরে অভ্যর্থনা করিলেন। যুবরাজ বুঝিলেন–র্তাহার উপস্থিতি এবং আতিথ্য কাহারও বাঞ্ছনীয় নহে ; সুতরাং তাহারা রণজিৎ সিংহের রাজধানী পরিত্যাগ করিয়া কিছুকাল মধ্যএশিয়ায় পরিভ্রমণ করিতে লাগিলেন ; কেহই তাহাদিগকে আশ্রয়-প্রদান করিতে সম্মত হইলেন না।*১ পর বৎসর ভূতপূর্ব সম্রাটদ্বয়ের পরিবার লাহোরে বাস করিতে লাগিলেন। মহারাজ সেই সময়ে কাশ্মীরের উপত্যকা অধিকার মানসে

  • with atten re “atfits fit, vo ofti čestfal (Murray's ‘Runjeet Singh," p. 43 &c, ) যে সকল শিখ সর্দারের রাজ্য বলপূর্বক অধিকৃত হইয়াছিল, তন্মধ্যে “সিংপুরিয়া বা ফৈজুলাপুরিয়া মিছিলের বুধ সিং সর্বপ্রধান। ১৮১১ খৃষ্টাব্দের ১৫ই অক্টোবর সার ডেভিড অকটারলোনি গবর্ণমেণ্টের বরাবর যে পত্র প্রেরণ করেন, এস্থলে তাঁহাই দ্রষ্টব্য।

s» i «tta sittxa Fs "atfors fr', va jäi ( Murray's "Runjeet Singh, p. 87. ) যুবরাজের উপস্থিতি, রণজিৎ সিংহের পক্ষে বড়ই বিপজ্জনক বলির অনুমিত হইয়াছিল। সা নিশ্চয়ই র্তাহার অনুসরণ করিতেন। ১৮৯৯ খৃষ্টাব্দের সন্ধি-সৰ্ব অনুসারে সা ইংরাজদিগের সাহায্য প্রার্থনা করিয়াছিলেন। বাহা হউক, "রাজনৈতিক প্রয়োজনে বাধ্য হইয়া, সহানুভূতি ও দয়ানুকম্পার নিয়মাদি পরিত্যক্ত হইল ; তজ্জন্ত সকলেই দুঃখিত হইয়াছিলেন।” তখন সকলেই সিদ্ধান্ত করিলেন, ফরাসীদিগের ণ বাধা দিয়া আত্ম-রক্ষা ও রাজ্য-রক্ষা কল্পেই সেই সন্ধি স্থাপিত হইয়াছিল ; এক ভ্রাতার বিরুদ্ধে অপরকে সাহায্য প্রদানের জন্ত সে সন্ধি স্থাপিত হয় নাই। আশ্রয়হীন সাহাজাদাকে আশ্রয় প্রদানের জন্ত রাজভক্ত সার ডেভিড অক্টারলোনি তিরস্কৃত হইয়াছিলেন। (১৮১১ খৃষ্টাব্দের ১৯শে জানুয়ারী, সার ডেভিড অকটারলোনির বরাবর গবর্ণমেণ্টের পত্র; శR}• খৃষ্টাব্দের ডিসেম্বর এবং svs* श्रृंडेi८कब्र बांबूब्राज्ञैौ मांप्नब्र गजांशज जठेवा ।